সার্ভেয়ার - সার্ভেয়ার ডিপ্লোমা

 সার্ভেয়ার পেশা বা পদবীটি সম্পর্কে হয়তো আমরা সবাই জানিন না। আমরা জারা জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে ঘাটাঘাটি করে থাকি তারা মোটামুটি এই পেশাটি সম্পর্কে জানি। এখনে আমরা আলোচনা করতে চলেছি সার্ভেয়ার পেশাটি সম্পর্কে।

একজন সার্ভেয়ার সাধারণত মাপামাপি সংক্রান্ত বা ভূমি জরিপের কাজ করে থাকেন।

ক্যারিয়ারঃ পেশা হিসেবে সার্ভেয়ার পেশাটি একটি কাঙ্খিত পেশা। এই পেশায় নিয়জিতরা শুধু প্রাতিষ্ঠানিক চাকরি নয়, প্রতিষ্ঠানের পাশাপাশি বাহিরেও কাজ করে থাকেন। এই পেশার লোকজনেরা সর্ব মহলে পরিচিত ও সমাদৃত হয়ে থাকেন। একজন সার্ভেয়ারের ইনকাম অনেক ভালো। সুতরাং এই পেশা বা পদবী যে কারোও জন্য একটি প্রত্যাশীত পেশা বা পদবী হতে পারে।

 

একজন সার্ভেয়ার

  • পদবীঃ সার্ভেয়ার
  • শিক্ষাগত যোগ্যতাঃ নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রীধারী বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা চাওয়া হয়ে থাকে।
  • প্রতিষ্ঠানঃ সরকারি/বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠান ইত্যাদি।
  • ধরনঃ পার্ট টাইম/ফুল টাইম।
  • অভিজ্ঞতাঃ সাধারণত ১-২ বছর চাওয়া হয়ে থাকে।
  • স্কিলঃ মাপ-জরিপে দক্ষতা, জমি সংক্রান্ত ধারণা, অটোক্যাডে দক্ষতা, ধৈর্য্য ইত্যাদি।
  • বেতনঃ সার্ভেয়ারদের বেতন মূলতো ২০-৪০ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে।

 

কাজঃ আমরা পূর্বে জেনেছি একজন সার্ভেয়ার বিভিন্ন প্রতিষ্ঠান বা জায়গায় কাজ করে থাকেন৷ যেমন- জেলা-উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা, বিভিন্ন জমিজমা ইত্যাদি। সাধারণত একজন সার্ভেয়ার যে ধরণের কাজ করে থাকে সেগুলো হলো-

  •  নির্দিষ্ট জমি বা ভূমির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ও মাপ যোগ বা জরিপ করা।
  •  একটি নির্মাণাধীন প্রজেক্টে কিভাবে কাজ করা হবে সেই সংক্রান্ত একটি নকশা তৈরি ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা।
  •  প্রজেক্ট এর কাজ দ্রুত শুরু করে প্রয়োজনে নকশায় পরিবর্তন আনা ও সমস্ত নকশা, রেকর্ড ও স্কেচ রাখা।
  •  সমস্ত কাজের একটি প্রতিবেদন তৈরি করা ও ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের নিকট তুলে ধরা।
  •  বিভিন্ন সরকারি/বেসরকারি তদন্তে এবং কাজের প্রয়োজন উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা ও তাদের সহায়তা করা।

উল্লেখিত কাজ গুলো ছাড়াও একজন সার্ভেয়ারকে আরোও নানা ধরণের কাজ করতে হয়।

কোথায় পড়বেন?

বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভেয়ার সংক্রান্ত শর্ট কোর্স করানো হয়ে থাকে। সাধারণত শর্ট কোর্স গুলো করলে আপনি গ্রামে, পাড়া-মহল্লায় জমিজমা মাপা বা জরিপ সংক্রান্ত কাজ গুলো করতে পারবেন। তবে এই বিষয়ে প্রফেশনাল হতে হলে অবশ্যই আপনাকে ভালো কোনো প্রতিষ্ঠান হতে নির্দিষ্ট বিষয়ে ডিগ্রী নিতে হবে৷ সার্ভেয়িং-এ ডিগ্রী করা যায় এমন কিছু প্রতিষ্ঠান হলো-

উক্ত প্রতিষ্ঠান গুলো ছাড়াও আরো কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে প্রফেশনাল শিক্ষা বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করতে পারবেন। ( দেশের প্রায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা যায়। এছাড়াও এই বিষয়ে পড়ার জন্য প্রাইভেট ইন্সটিটিউটের অভাব নেই )।

উল্লেখ্য যে, সার্ভেয়ার সংক্রান্ত কাজে বা নিয়োগে সাধারণত পুরুষ প্রার্থীগণ সার্ভেয়ার হিসেবে নিয়োগ পেয়ে থাকেন।

 

প্রিয় পাঠক আশাকরি সার্ভেয়ার পেশা বা পদবীটি সম্পর্কে আপনাকে কিছুটা ধারণা দিতে পেরেছি। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন । আমরা আপনার কমেন্ট এর যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করবো। এছাড়া আপনি আরোও কি বিষয়ে জানতে চান তা লিখেও কমেন্ট করতে পারেন।

পাঠক আমরা "চাকরি নিন" সাইটের মাধ্যমে সরকারি-বেসরকারি ও অন্যান্য প্রকাশিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করে থাকি। নিয়মিত সকল ধরণের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url