স্টোর কিপার - স্টোর কিপারের কাজ কি
স্টোর কিপার প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য খুবিই গুরুত্বপূর্ণ একটি পদ। একজন স্টোর কিপার এর দায়িত্ব অনেক। আমরা এখন গুরুত্বপূর্ণ এই পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
সরকার-বেসরকারি প্রায় সকল ধরনের প্রতিষ্ঠানেই স্টোর কিপার এর প্রয়োজন হতে পারে। তবে বেশীরভাগ ক্ষেত্রে শিল্পকারখানা, পণ্য ও ত্রান সরবরাহকারী প্রতিষ্ঠানে, ঔষধ শিল্পে ও এই সংক্রান্ত প্রতিষ্ঠান গুলোতে এই পদ গুলো দেখা যায়।
ক্যারিয়ারঃ উক্ত পদবীটির সাথে বিশ্বস্ততা জিনিস টি ওতোপ্রোতো ভাবে জড়িত ৷ যারা বিশ্বস্ততার সাথে কাজ করতে চান তাদের জন্য এই পদের চাকরিটি একটি পারফেক্ট চাকরি। এছাড়াও এই পদবীর বেতনও অনেক ভালো। এক কথায় বলা যায় ক্যারিয়ার হিসেবে এই পদবী খারাপ নয়।
একজন স্টোর কিপার
- পদবীঃ স্টোর কিপার।
- শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, এক্সেলে জ্ঞান ও একাউন্টিং বিষয়ে জ্ঞান।
- প্রতিষ্ঠানঃ সরকারি/বেসরকারি
- ধরনঃ ফুল টাইম
- অভিজ্ঞতাঃ সরকারির ক্ষেত্রে সাধারণত চাওয়া হয় না তবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয় ৷
- স্কিলঃ ধৈর্য্য, সঠিক হিসাব-নিকাশ করার ক্ষমতা, বিচক্ষণতা ইত্যাদি।
- বেতনঃ ১৫-২০ হাজার টাকার ভিতর বেতন হয়ে থাকে।
কাজঃ সাধারণত যে ধরনের দায়িত্ব গুলো পালন করে থাকে তা হলো-
- স্টোর হাউজ/স্টোর রুম/গুদামঘরের রক্ষনাবেক্ষন করা।
- গুদামজাত পণ্য বা তৈজসপত্র এর সঠিক হিসবা রাখা।
- পণ্য উঠানো নামানোর বিষয়ে তদারকি করা।
- স্টক সম্পর্কে যথেষ্ট সচেতন থাকা।
- প্রত্যেকটি রশিদ সংরক্ষণ করা।
- ইনভেন্টরি মেইনটেইন এবং ডাটা আপডেট করা।
- মেয়াদ উত্তির্ণ পণ্য বাছাই করা ও তার হিসাব সংরক্ষণ।
এতদসংক্রান্ত যাবতীয় কাজ গুলো মূলতো একজন স্টোর কিপার করে থাকেন। উল্লেখ্য যে, এই পদবী ধারীদের উপর অর্পিত প্রত্যেকটি কাজ ও দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। চাকরিরত অবস্থায় এই পদবী ধারীদের কে খুব বেশী সতর্কতা অবলম্বন করতে হয়।
প্রিয় পাঠক আমরা স্টোর কিপার পদ সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেলাম। তারপরও আপনাদের এই পদ সম্পর্কিত যদি কোনোও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।
পাঠক আমরা "চাকরি নিন" ওয়েবসাইট এর মাধ্যমে নিয়মিত সরকারি-বেসরকারি ও অন্যান্য প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করে থাকি। সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে আমাদের সাইট ভিজিট করতে থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url