আর্কিটেক্ট - আর্কিটেকচার পড়ার যোগ্যতা
আর্কিটেক্ট একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ হলো স্থপতি। আর্কিটেক্ট/স্থপতি হলেন এমন একজন ব্যাক্তি জিনি কোনো ভবনের পরিকল্পনা, ডিজাইন বা নকশা এবং ভবন নির্মাণ জনিত ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন। এছাড়াও তিনি প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্তও হয়ে থাকেন।
আর্কিটেক্ট সাধারণত ভবন নির্মাণের জন্য প্লানিং, ডিজাইনিং ইত্যাদি কাজ করে থাকেন। এই কাজ করার মাধ্যমে একজন আর্কিটেক্ট জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
ক্যারিয়ারঃ বর্তমানে আর্কিটেক্ট পেশাটি একটি কাঙ্ক্ষিত পেশা। তবে এখন প্রচুর পরিমানে প্রতিযোগিতা রয়েছে এই পেশাতে। তবে কর্মগুণ, দক্ষতা ও সৃজনশীলতা থাকলে এই পেশার যেকেউ অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। এই সেক্টরে নিজেকে একবার প্রতিষ্ঠিত করতে পারলে আর পিছনে তাকাতে হবে না। সব মিলিয়ে বলতে পারি আর্কিটেক্ট বা স্থপতি পেশাটি একটি উজ্জ্বল পেশা ৷
একজন আর্কিটেক্ট
- পদবীঃ স্থপতি/আর্কিটেক্ট।
- শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত আর্কিটেকচার/স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রীধারী হতে হয়। ডিপ্লোমা ধারীরাও জুনিয়র পোস্ট গুলোর জন্য নিয়োগ পেয়ে থাকেন। এর পাশাপাশি কেউ যদি ইন্টেরিয়র ডিজাইনিং এর উপর কোর্সধারী হন তাহলে বেশীরভাগ প্রতিষ্ঠানে চাকরির জন্য অগ্রাধিকার পাবেন।
- প্রতিষ্ঠানঃ সরকারি/বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সিং ইত্যাদি।
- ধরনঃ পার্ট টাইম/ফুল টাইম।
- অভিজ্ঞতাঃ সাধারণত ১-২ বছর চাওয়া হয়ে থাকে।
- স্কিলঃ গণিতে দক্ষতা, অটোক্যাড-ম্যাটল্যাব দক্ষতা, আঁকাআঁকি এবং সৃজনশীলতা চিন্তা ধারার অধিকারী ইত্যাদি।
- বেতনঃ আর্কিটেক্টদের বেতন নূন্যতম ২০-২৫ হাজার টাকা হয়ে থাকে।
কাজঃ সাধারণত একজন স্থপতি বা আর্কিটেক্ট যে ধরনের কাজ করে থাকেন সেগুলো হলো-
- প্রজেক্ট সম্পর্কে জানা, স্থান পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা।
- প্রাপ্য তথ্য-উপাত্ত ও আনুষাঙ্গিক সকল কিছুর উপর ভিত্তি করে ভবনের ভিতরের এবং বাইরের ডিজাইন করা।
- তৈরিকৃত নকশা বা ডিজাইন নিয়ে উর্ধতন কর্মকর্তা ও ভবন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভুল-ত্রুটি শুধরে চূড়ান্ত ডিজাইন করে ফেলা।
- চূড়ান্ত নকশা বা ডিজাইনের উপর ভিত্তি করে চূড়ান্ত থ্রিডি মডেল তৈরা করা ও কোনো প্রয়োজনে নকশা বা মডেলে পরিবর্তন আনা।
- কাজ শেষ করার পর উর্ধতন কর্মকর্তা বা ভবন কর্তৃপক্ষের নিকট সব কিছু বুঝিয়ে দিয়ে কাজের সমাপ্তি করা।
উল্লেখিত কাজগুলো ছাড়াও আর্কিটেক্টদের বিভিন্ন প্রয়োজনে আরো নানা ধরণের কাজ করার প্রয়োজন হতে পারে।
কোথায় পড়বেন?
বাংলাদেশের অনেক নাম করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আর্কিটেক্ট বিষয়ে ডিপ্লোমা এবং স্নাতক/স্নাতকোত্তর করা যায়। স্নাতক এবং স্নাতকোত্তর করার জন্য উল্ল্যেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হলো-
- বুয়েট - বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
- রুয়েট - রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
- চুয়েট - চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
- শাহজালাল ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
- ব্র্যাক ইউনিভার্সিটি
উল্লিখিত প্রতিষ্ঠান গুলো ছাড়াও আরো অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলি থেকে আপনারা উক্ত বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারেন ৷
প্রিয় পাঠক আশাকরি আপনাদের আর্কিটেক্ট বা স্থপতি পদবী বা পেশা সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। এছাড়াও আপনি আরোও কি বিষয়ে জানতে চান তা লিখেও কমেন্ট করতে পারেন ৷
পাঠক আমরা "চাকরি নিন" সাইটের মাধ্যমে সরকারি-বেসরকারি ও অন্যান্য প্রকাশিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করে থাকি। নিয়মিত সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।