নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

যদি কোনো সেবামূলক পেশা খুজে থাকেন তাহলে বলবো নার্সিং পেশা বা পদবীটি আপনার জন্য। একজন নার্স চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করে থাকেন। সাধারণত সরকারি/বেসরকারি হাসাপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান গুলোতে নার্সরা কাজ করেন।

দেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে বা হাসপাতালগুলোতে ব্যাপক পরিমানে নার্সদের চাহিদা রয়েছে। প্রয়োজন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের।

ক্যারিয়ারঃ মানুষের সেবা করে আত্মতুষ্টি অর্জন ও আকর্ষণীয় উপার্জনের জন্য নার্সিং একটি স্বপ্নের পেশা। দেশে প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমানে নার্স রয়েছে। এছাড়াও দেশের বাহিরেও দক্ষ নার্সদের অনেক চাহিদা রয়েছে। সব মিলিয়ে বলতে পারি নার্সিং পেশাটা একটা কাঙ্খিত পেশা এবং এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।

একজন নার্স

  • পদবীঃ নার্স।
  • শিক্ষাগত যোগ্যতাঃ নার্সিং কাউন্সিল অনুমোদিত সরকারি/বেসরকারি নার্সিং কলেজ অথবা নার্সিং ইন্সটিটিউট হতে ডিপ্লোমা ইন নার্সিং/বিএসসি ইন নার্সিং কোর্স ধারী হতে হবে।
  • প্রতিষ্ঠানঃ সরকারি/বেসরকারি।
  • ধরনঃ ফুল টাইম/পার্ট টাইম।
  • অভিজ্ঞতাঃ ১-৩ বছর ( প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম )।
  • স্কিলঃ সাধারণ চিকিৎসা সম্পর্কে জ্ঞান রাখা, রোগীকে সঠিক পরিচর্যা, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সম্পর্কে ধারণা রাখা ইত্যাদি।
  • বেতনঃ নার্সদের বেতন ১০-১৫ হাজার টাকা থেকে শুরু হয়।

 

কাজঃ নার্সদের মূল কাজই হলো রোগীদের সেবা প্রদান করা। মোটামুটি একটু্ পরিস্কার করে বলার চেষ্টা করছি ৷ মূলতো নার্সগণ যে ধরনের কাজ করে থাকেন সেগুলি হলো-

  •  ডাক্তারের পরামর্শ/নির্দেশনা মোতাবেক রোগীর স্বাস্থ্য পরীক্ষা, যত্ন ও সঠিক ভাবে ঔষধ খাওয়ানো ৷
  •  রোগীর স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য ডাক্তারের কাছে তুলে ধরা।
  •  অপারেশন করার আগে অপারেশন থিয়েটারে যাবতীয় সরঞ্জাম প্রস্তুত করা।
  •  রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহণ এর পাশাপাশি ডাক্তারকে অপারেশনে সহায়তা করা।
  •  রোগীর যাবতীয় দেখভাল করা ইত্যাদি।

উল্লেখিত কাজগুলো ছাড়াও একজন নার্সকে প্রাতিষ্ঠানিক কিংবা রোগীর প্রয়েজনে আরো নানা ধরণের কাজ করার প্রয়োজন হতে পারে।

পদন্নোতিঃ আচ্ছা, এই প্রশ্ন অনেকেই করে থাকেন ৷ হ্যা, একজন নার্স তার দক্ষতা- অভিজ্ঞতার আলোকে এসিস্ট্যান্ট নার্স, স্টাফ নার্স ও নার্সিং সুপারভাইজার হিসেবেও কাজ করার সুযোগ পেতে পারেন ৷ এছাড়াও ইন্সট্রাক্টর পদে নিয়োগ পেতে পারেন। তাছাড়া নার্সিং অধিদপ্তরের প্রজেক্ট অফিসার এমনকি সহকারী পরিচালক পদেও একজন নার্স কাজ করেন।

 

প্রিয় পাঠক আশা করছি আপনি নার্সিং পেশা সংক্রান্ত মোটামুটি একটি ধারণা পেয়েছেন। এরপরও যদি আপনার কোনোও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনার কমেন্টের দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করবো। এছাড়াও আপনি আরোও কি বিষয়ে জানতে চান সেটি লিখেও কমেন্ট করতে পারেন।

পাঠক আমরা "চাকরি নিন" ওয়েবসাইট এর মাধ্যমে নিয়মিত সরকারি-বেসরকারি ও অন্যান্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করে থাকি। নিয়মিত সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের সাইট ভিজিট করার অনুরোধ রাখছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url