দুর্নিতি কালো থাবায় পরীক্ষার প্রশ্নপত্র রেহাই পাচ্ছে না সার্টিফিকেটও

আমার চাচাত ভায় ওয়েটিং থেকে ম্যাটস্‌ এ চান্স পেয়েছে। তো ভর্তির জন্য SSC'র সার্টিফিকেট লাগবে। তো যথারীতি সে সার্টিফিকেট নেয়ার জন্য গ্রাম থেকে আমার কাছে চলে আসলো। তাকে নিয়ে আজ সকালবেলা চলে গেলাম রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে। গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করলাম। সার্টিফিকেট নেয়ার জন্য সকল কার্য সম্পাদন করা হয়ে গেলে ঐ স্থানের চাকুরিরত ব্যাক্তি বললেন দুদিন পর সার্টিফিকেট পাবে। আমি বললাম কীভাবে? তো সে হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললঃ এই কাগজটা নিয়ে দুদিন পর ৩ তালায় দেখা করবে!

কিন্তু সার্টিফিকেট আজকেই পেলে ভাল হত। কেননা আজকে সার্টিফিকেট না পেলে আমার চাচাত ভায়কে দুদিন পর আবার গ্রাম থেকে রাজশাহী আসতে হবে, তাছাড়া তাকে আবার জলদি কুষ্টিয়াতে যেতে হবে ভর্তির জন্য। মূল কাহিনী এবার শুরু হতে চলেছে...

তো কাগজটা নিয়ে উদাস মনে দাড়িঁয়ে আছি। দূর থেকে এক ভদ্রলোক(দালাল) আমাদের ইশারা করে ডাক দিল। তো তার কাছে গেলাম।
সে(দালাল) বললঃ কবে ডেট দিছে?
আমিঃ কিসের?
দালালঃ তোমরা সার্টিফিকেট তুলার জন্যে আসো নি?
আমিঃ হ্যাঁ!
দালালঃ এবার বুলো কবে ডেট দিছে?
আমিঃ দুদিন পর!
দালালঃ আজকে লিতে চাও?
আমিঃ কখন?
দালালঃ এই ধরো ৩০ মিনিটের মধ্যে।
আমিঃ কিন্তু কিভাবে?
দালালঃ কিছু পয়সা খরচা করলে আমিই লিয়ে দিতে পারবো।
আমার চাচাত ভাই(দালালকে উদ্দেশ্য করে)ঃ কত টাকা লাগবে বলেন? সার্টিফিকেট কিন্তু এখুনি লাগবে!
দালালঃ দুশো ট্যাকা ল্যাগবে।
আমিঃ একশ দিলে হবে না?
দালালঃ ট্যাকাতো আমি একলাই লিবো না। আরো দুজনকে দেয়া লাগবে! দুশোর একটাকা কম হলে হবে না। এবার আসতে পারেন।

যেহেতু সার্টিফিকেট আজকেই লাগবে। তাই বাধ্য হয়ে দুইশত টাকা ঘুষ দিতে হল। দালাল টাকা নিয়ে বল্ল এবার আমার পাছে পাছে আসো...
তো যেতে থাকলাম...। যেতে যেতে সে বলল যার সার্টিফিকেট তার নাম কি? বল্লামঃ ইসাহক। তারপর সে এক অফিসারের নিকটে গিয়ে প্রয়োজনীয় কাগজ নিয়ে আসলো। সেটা নিয়ে দালালের সাথে রওনা দিলাম ৩ তালায়। এবার আমার হাতে থাকা কাগজটি দালাল চেয়ে নিল এবং তার কাছে থাকা কাগজগুলো নিয়ে ৩তালার এক রুমে ঢুকে গেল। প্রায় ১০ মিনিট পর সার্টিফিকেট হাতে নিয়ে সে বেরিয়ে আসলো। এরপর সে একটা রুম দেখিয়ে দিয়ে বলল ঐ রুমে গিয়ে এই কাগজে একটা সই করে নিয়ে আসো।
ব্যাস তার কথামত সাক্ষর করে নিয়ে আসলাম। আর পেয়ে গেলাম সেই কাঙ্খিত সাময়িক সনদপত্র......।।

মোরলঃ যে ছাত্রটি নকল করে পরীক্ষা দিল, ঘুষ দিয়ে সার্টিফিকেট নিতে হল। সে ছাত্র এই জাতিকে কি উপহার দিবে? সে এখান থেকে কি শিক্ষা নিল আর ভবিষ্যতে নতুন প্রজন্মকে কি শিক্ষা দেবে? এভাবেই যদি চলতে থাকে শিক্ষা ব্যাবস্থা... তাহলে এজাতি আর কখনও বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url